রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী রিটা রহমান। শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটায় তার বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, বিকেল চারটা পর্যন্ত আমরা দেখলাম ৭-৮% ভোট পড়েছে কিন্তু ফলাফলে তা ২০% হলো কিভাবে। এত ভোট কে দিলো? ভোটার উপস্থিতি এত কম হওয়ার পরেও কিভাবে এত বেশি ভোট পেলো তারা।
তিনি অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশী চালিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছিল। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনাই।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।