বিশেষ প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় বিশ্বের মানুষ অসহায় হয়ে পড়েছে। এরই মধ্যে বাংলাদেশে এর প্রভাব ছড়িয়েছে অনেক। সর্বপ্রথম বাংলাদেশের মাদারীপুর জেলায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে মাদারীপুরের জনজীবন অচলাবস্থায় পরিণত হয়েছে। মাদারীপুরের মানুষ অাতঙ্কিত হয়ে পড়ে। তখন থেকেই পুলিশ প্রশাসন নিজেদের নিরাপত্তার কথা না ভেবে জনগনকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এদের মধ্যে মাঠ পর্যায়ে থেকে জীবনের ঝুঁকি নিয়ে মাদারীপুর সদর, কাককিনি ও ডাসার থানার মানুষের জন্য দিন রাত নিরলস ভাবে কাজ করছে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ বদরুল আলম মোল্লা।
তিনি গোলাবারুদ উদ্ধার, মসজিদ ডিউটি, ত্রাণ কার্যক্রম, রাস্তায় জনসাধারণের নিয়ন্ত্রিতসহ সবই নিয়মিত করে যাচ্ছেন। এছাড়াও ত্রান চোরদের ব্যাপারে কঠোর নজরদারি রেখে সকল ধরনের সেবা জনগনের জন্য অব্যাহত রেখে যাচ্ছেন।
এই বিষয়ে প্রশ্ন করা হলে, মোহাম্মাদ বদরুল আলম মোল্লা নিউজ ভিশনকে বলেন, করোনা মোকাবেলায় জনগনকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, আমরা আইনশৃঙ্খলা বাহিনী করোনা যুদ্ধে সদা প্রস্তুত, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি পৃথিবী সুস্থ্য হয়ে উঠুক।