আরিফুল ইসলাম :
নোবেল করোনা ভাইরাস(COVID-19) প্রতিরোধে জনগণের মাঝে শুরু থেকে সচেতন হওয়ার জন্য প্রচার এবংসকল দোকানপাটে নিত্য-প্রয়োজনীয় দ্রব্য -পণ্যের দাম যাচাই-বাছাই করেন, এবং আজিজ নগর পুরো ইউনিয়ন ঘুরে দেখেন কেউ যেন আড্ডা না দেয়,চায়ের দোকান যেন খোলা না থাকে/বন্ধ থাকে।
সন্ধা ৬টার পর ঔষুধের দোকান ছাড়া আর কোন দোকানপাট যেন খোলা না থাকে।
আর প্রয়োজন ছাড়া ঘর থেকে অহেতুক কেউ যেন বের না হয়,আর বিশেষ করে সন্ধা ৬টার পর কোন জনসাধারণ কে যেন বাহিরে রাস্তা’য় দেখা না যায়।সেজন্য আজিজনগর ইউনিয়নবাসীর সকল জনসাধারণের প্রতি আহ্বান করেনঃআজিজ নগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনির ও পুলিশ সদস্যবৃন্দ।
আশাকরি,আজিজ নগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনির ও পুলিশ সদস্যবৃন্দ আগের চাইতে আরো কঠোর হবেন,কেননা বাংলাদেশেরে অবস্থা দিন-দিন অবনতি’র দিকে।
রাতে আধাঁরে লোহাগাড়া থেকে আসা এক ব্যক্তিকে আজিজ নগরে প্রবেশ করতে দেননি-আজিজ নগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনির আপনাকে আজিজ নগরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সমগ্র বাংলাদেশ ঝুঁকিপূর্ন,
ভয়াবহতা রুপ নিচ্ছে করোনা ভাইরাস।
আল্লাহর ওয়াস্তে ঘরে থাকুন সবাই,
বাহিরের কোন লোক আজিজনগর ঢুকবেন না।
বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘােষণা-স্বাস্থ্য মন্ত্রণালয়।