ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রতিবেদক
admin
৪ অক্টোবর ২০১৯, ৭:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ ,জামালপুর ঃ

ইসলামপুরের ডেবরাইপেচ গ্রামের নিরীহ কৃষক মো. ছোরাপ খানের ভোগদখলীয় পৈর্তৃক সম্পত্তি জবর দখল প্রক্রিয়ায় একই গ্রামের প্রভাবশালী ফকির আলী গংদের সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা চলাকালে উভয় পক্ষের অন্তত: ১০ ব্যক্তি আহত হয়েছে।
অভিযোগে জানা গেছে, ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের ডেবরাইপেচ গ্রামের প্রভাবশালী ফকির আলী গংদের সাথে একই গ্রামের কৃষক মো. ছোরাপ খানের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ফকির আলী গংরা গত ২২ সেপ্টেম্বর দুপুরে একটি মেশিনের হাল দিয়ে ছোরাপ খানের জমিতে জোরপূর্বক চাষ শুরু করে। এসময় ছোরাপ খানসহ তার পরিবারের সদস্যরা অন্যায়ের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী ফকির আলী গংরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ছোরাপ খানসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। ওই হামলায় রফিকুল ইসলাম, ঝরু খান, সখিনা বেগম, আলেমা বেগম ও সাবু খানসহ অন্তত: ৬ জন আহত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত রফিকুল ইসলাম, ঝরু খান ও সখিনা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এব্যাপারে ছোরাপ খান বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে ওই সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ফকির আলী ও নবির উদ্দিনসহ আরো চারজন আহত হয়েছেন।
ইসলাপুরের চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ডেবরাইপেচ গ্রামের কৃষক মো. ছোরাপ খানের সাথে তার প্রতিপক্ষ ফকির আলী ও নবির উদ্দিন গংদের বিরোধ এক বছর আগে মিটিয়ে দেওয়া হয়েছিল। এবারো তাদের বিরোধ স্থানীয় ভাবে বসেই সামাজিক বিচারে মিমাংশা করা হবে।
ইসলামপুর থানার ওসি আল মামুন জানান, চিনাডুলি ইউনিয়নের ডেবরাইপেচ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হযেছে। তাদেরকে স্থানীয়রা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এছাড়াও উভয় পক্ষই থানায় পৃথক মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট