——————-
শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
নাইক্ষ্যংছড়িতে “মানব পাচার, নিরাপদ অভিবাসন, বাল্যবিবাহ ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা” বিষয়ে জন প্রতিনিধি, সাংবাদিক ও হেডম্যান-কারবারী নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এসআইডি-সিএইচটি,ইউএনডিপি উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনটি সিএইচটি,ইউএনডিপি-র অর্থায়নে আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার মো, ইমরান । অনুষ্ঠঅনে বিশেষ অতিথি ছিলেন গ্রীনহীল চেয়ার পার্সন, হিমাওয়ান্তি নির্বাহী পরিচালক ও নারী অধিকার (রাঙ্গামাটি) কর্মী মিসেস, টুকু তালুকদার, ইউএনডিপি (রাঙ্গামাটি) প্রোগ্রাম অফিসার উচিমং চৌধুরী, ইউএনডিপি (লামা সাব-অফিস) উপজেলা ফ্যাসিলিটেটর মো, সেলিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,উপজেলা সাবেক নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী,২৭০ নং নাইক্ষ্যংছড়ি মৌজার হেডম্যান বাচিং চাক, ২৭৬ নং কার্গো মৌজ হেডম্যান মংনো মার্মা উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীম মামুন শিমুল,বাইশারী ইউপি মহিলা মেম্বার সেলিনা আক্তার বেবী,দৌছড়ি ইউপি মহিলা মেম্বার জায়তুন নাহার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি পরিচালনা করেছেন ইউএনডিপি (লামা দায়িত্বরত) প্রোগ্রাম অফিসার মো,গোলাম মোস্তাফা কামাল।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত অঞ্চলের বিভিন্ন জনপ্রতিনিধি,হেডম্যান-কারবারী,গন্যমান্য ব্যাক্তিগণ ও গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের মাঝে মানবপাচার, নিরাপদ অভিবাসন, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে সংবেদনশীলতা তৈরি করা, মানব পাচার সংক্রান্ত সংবাদ, মতামত ও উপস্থাপনা বিষয়ে কৌশল সম্পর্কে মতবিনিময় এবং স্থানীয় পর্যায়ে এসব বিষয় মোকাবেলায় গণমাধ্যমকর্মীসহ জনপ্রতিনিধি ও গন্যমান্য সচেতন নাগরিককে সক্রিয় ভাবে সম্পৃক্ত করা। প্রশিক্ষণটিতে ৩৫ জন বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গরা অংশ নেন। প্রশিক্ষণটিতে অংশ নিয়ে
উপস্থিত ব্যাক্তিবর্গরা মানব পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
———————–