ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

লকডাউনে চাঁদপুর জেলা, বাড়ছে সেনা টহল

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ এপ্রিল ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, স্টাফ রিপোর্টার।
করোনা ভাইরাসে রোগী বৃদ্ধির বিবেচনায় চাঁদপুর জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার (আজ) বিকেলে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে চাঁদপুর পূর্ণাঙ্গ জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত জানান জেলা ডিসি মাজেদুর রহমান খান। পাশাপাশি তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে গণবিজ্ঞপ্তটি শেয়ার করেন।

লকডাউনের মাধ্যমে চাঁদপুর জেলার প্রত্যেকটি প্রবেশ পথ বন্ধ থাকবে। তাছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ চাঁদপুর জেলা ত্যাগ করতে পারবে না। বিজ্ঞপ্তিটিতে মানুষ কিংবা অতীব জরুরি নয় এমন পণ্যসহ সবকিছুর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাছাড়া গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাঁদপুর জেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মল আইন ২০১৮ এর (১১) এ ১,২,৩ ধারা মোতাবেক চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে জেলার অভ্যন্তরীণ চলাচলে নিষেধাজ্ঞার কথা বলা হয়। তাছাড়া গণপরিবহনসহ অন্যান্য যানবাহন বন্ধের নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অমান্য করলে আইনানুসারে শাস্তি কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তবে জরুরি প্রয়োজনে নির্দেশমালা আইনের আওতার বহির্ভূত থাকবে। একইসাথে জেলার শৃঙ্খলা বৃদ্ধিতে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েনের আবেদন করেছেন জেলা প্রশাসক। লকডাউনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খুব শীঘ্রই মাঠে সেনাবাহিনীর আধিক্যতা শোভা পাবে।

আজ সন্ধ্যা ৭টা থেকে লকডাউনের সামগ্রিক কার্যক্রম শুরু হবে। করোনা ভাইরাসের পাদুর্ভাবে দেশের কয়েকটি জেলা ইতিমধ্যে লকডাউনের আওতায় আনা হয়। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্তহীন চাঁদপুরে নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য লকডাউনের সিদ্ধান্ত নেন জেলা কর্তৃপক্ষ। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১২ জন। গত ৮ই মার্চ থেকে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩০ জন।

212 Views

আরও পড়ুন

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে শান্তিগঞ্জের এক মহিলা নিহত

শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে সংকেতহীন স্পিড ব্রেকার,দূর্ঘটনার আশঙ্কা

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধ শতাধিক

পাঠকের অনুভূতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ