ডি এইচ মনসুর :
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অানোয়ারা উপজেলার বরুমচড়া শংখ নদীর পাড়ে কানু মাঝির হাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলে,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, “মা ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধি করুন”- এই শ্লোগানকে সামনে রেখে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২২ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন, খাওয়া ও মজুদ করায় সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইলিশের এই প্রজনন মৌসুমে জনসচেতনতা বাড়াতে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে বৃহস্পতি সকালে কানুমাঝির হাট এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সরকার নির্ধারিত ২২ দিন ইলিশ মাছ না ধরা,না খাওয়া,পরিবহন ও মজুদ না রাখার জন্য উপস্থিত সকলকে আহব্বান করেন। নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের অনুদান প্রদান করা হবে বলেও সভায় আশ্বস্ত করা হয়।
অানোয়ারা ক্ষুদ্র মৎসসজীবি জেলে সমিতির সাধারন সম্পাদক শ্রী কৃঞ্চ জল দাশ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মুমিনুল হক।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদত হোসেন চৌধুরী উপজেলা মৎস কর্মকর্তা সৈয়দ হুমায়ন মোরশেদ, অামাদের ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ লোকমান,সাংবাদিক ডি এইচ মনসুর প্রমূখ।