ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গুলাগুলিতে একাধিক মামলার দুই আসামি নিহত হয়েছেন।এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন।সোমবার রাতে বাহারছড়া ইউপির উত্তর শিলখালী সাপমারা পাহাড়ের কাছে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন উত্তর শিলখালীর উলা মিয়ার ছেলে মো.আমিন ও সদর ইউপি মৌলভীপাড়ার নুর মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন সুমন।আহতরা হলেন এসআই সুজিত দে,এএসআই সাইফ ও কনস্টেবল সেকান্দার।টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান,সোমবার রাতে ওই দুই আসামিকে বাহারছড়া থেকে গ্রেফতার করা হয়।পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিলখালী সাপমারা পাহাড়ের নিচে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে পুলিশের একটি টিম নিয়ে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়।তিনি আরো জানান,আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়।ঘটনাস্থল থেকে পাঁচ হাজার ইয়াবা,দুইটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, রাতে পুলিশ পাঁচজনকে নিয়ে আসেন।এরমধ্যে মো.আমিন ও হেলাল আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। হেলালের শরীরে তিনটি ও মো.আমিনের শরীরে দুইটি গুলির চিহ্ন দেখা গেছে।