মুহাম্মদ ওমর ফারুক, সৌদি আরব প্রতিনিধিঃ
সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দার পশ্চিমাঞ্চলীয় শহরে অবস্থিত আল হারামাইন রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত কাল রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টার দিকে আল হারামাইন হাইস্পিড রেল স্টেশনে হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১ জন আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
সৌদির সিভিল ডিফেন্সের ডিরেক্টর জেনারেলের দফতর জানায়, কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের সহায়তা নেয়া হয়েছে। রেল স্টেশনের বেশ কিছু সেক্টরের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দুর্ঘটনায় দগ্ধ ১১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ৪৫০ কিলোমিটার দীর্ঘ হারামাইন রেললাইন লোহিত সাগরতীরের জেদ্দা শহরকে ইসলামের সবচেয়ে পবিত্র দুই নগরী মক্কা ও মদীনা শহরের সাথে সংযুক্ত হয়েছে।
গত বছর সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল হারামাইন হাইস্পিড রেল স্টেশনের উদ্বোধনের পর অক্টোবরে মক্কা ও মদিনার মধ্যে দ্রুতগতির এ রেলসেবা চালু হয়।
এতে ৭৩০ কোটি ডলারের এই রেললাইন ২০১৮ সালের সেপ্টেম্বরে চালু করা হয়।
উল্লেখ্য, সৌদি তার তেল নির্ভরতা কমিয়ে এনে পর্যটন খাতকে চাঙ্গা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে এই রেলস্টেশন সেটিরই অংশ।##