ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

উজিরপুরে দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় কন্ট্রোল রুম করার ঘোষনা!!

প্রতিবেদক
admin
১ অক্টোবর ২০১৯, ৩:০০ পূর্বাহ্ণ

Link Copied!

রুবেল হোসেন, উজিরপুর প্রতিনিধি,বরিশাল!

বরিশালের উজিরপুরে শারদীয় দূর্গা পূজা উদ্যাপন উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ কন্ট্রোল রুম করার ঘোষনা দিলেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, আলোচনা সভায় বরিশার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, সাধারন সম্পাদক সহদেব কুমার দাস।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন, ইউসুফ হোসেন হাওলাদার, বেবী রানী, কাউন্সিলর দিলিপ কুমার সিকদার, প্রবীন শিক্ষক সুখরঞ্জন নন্দী। উপস্থিত ছিলেন বরিশাল পল্লি বিদ্যুৎ-২ উজিরপুর সাব জোনাল অফিসের এ.জি.এম কম গাজী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,

মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, সমাজসেবা কর্মকর্তা আঃ মজিদ, আওয়ামীলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক তাপস কুমার রায়, কাউন্সিলর রিপন মোল্লা, বাবুল সিকদার সহ বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শারদীয় দূর্গা পূজা উদ্যাপন উপলক্ষে সমগ্র উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার ঘোষনা দিলেন ওসি শিশির কুমার পাল। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা। জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এ উৎসব উপভোগ করতে পারে।

এ উৎসব যাতে অবাদ শান্তিপূর্ণ হয় সে লক্ষে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষায় কোথায় কোন বিশৃঙ্খলা দেখা গেলে তাৎক্ষনিক ওসি ও নির্বাহী কর্মকর্তার মোবাইলে ফোন দিয়ে জানানোর আহবান জানানো হয়।

৩ অক্টোবর বরিশাল -২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম এর উপস্থিতিতে পূজা মন্ডপে জি.আর এর চাল বিতরণ করবেন বলে সভায় জানানো হয়।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।