ঢাবি প্রতিনিধি :
ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে গেস্টরুমে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পেটানোর ঘটনায় ছাত্রলীগের এক কর্মীক সাময়িকভাবে বহিষ্কার করেছে হল কর্তৃপক্ষ।
রবিবার বিজয় একাত্তর হলের প্রভোস্ট প্রফেসর ড. এ জে শফিউল আলম ভূঁইয়া সাক্ষরিত এক নোটিশে রাব্বি আহমেদ নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। উক্ত নোটিশে আরো বলা হয়েছে, যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারে তাহলে স্থায়ীভাবে বহিষ্কারসহ আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রাব্বি বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হলে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগ গেস্টরুমে প্রথম বর্ষের ছাত্রদের ডেকে এনে নানা আদব কায়দা শেখায়। কিভাবে নেতাকে সালাম দিতে হবে, প্রোগ্রামে কিভাবে স্লোগান দিতে হবে, কিভাবে ছাত্রলীগের ভাইদেরকে সম্মান করতে হবে ইত্যাদি। যদি কোন শিক্ষার্থী প্রোগ্রামে না যায়, তাকে গেস্টরুমে মারধর করে এবং খারাপ ভাষায় গালাগালি করে ।