ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

প্রতিশ্রুতি পালনের দায়িত্বে মুমিনুল-মুশফিক

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৫ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
নিজের দেওয়া প্রতিশ্রুতির প্রথম ধাপ বাস্তবায়ন করেছেন মুমিনুল, দ্বিতীয় ধাপ উতরেছেন মুশফিকুর রহিম। গতকাল ৭৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ফিরেছিলেন মুমিনুল। দর্শক মনে আশা ছিলো, আজকে মাঠে এসে দীর্ঘদিন পরে নিজের শতক পূর্ণ করবেন দলের টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মুমিনুল হক। সিরিজটা যে নিজের মাটিতে। মুমিনুলের গত আট সেঞ্চুরির সবকটিই দেশের মাটিতে। তৃতীয় দিনের শুরুতে মুমিনুল মাঠে আসেন। সাবধানী শুরুতে তুলে নেন, ১৫ ইনিংস পরে পাওয়া নবম টেস্ট শতক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মুমিনুল শতক, দ্বি শতক কিংবা ত্রি শতক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলা যেতে পারে, প্রতিশ্রুতির প্রথম সোপান অতিক্রম করেছেন কাপ্তান মুমিনুল হক।

দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তামিমের পাশাপাশি দলের বয়োজ্যেষ্ঠর কাতারেও তিনি। অধিনায়কের ওয়াদার দায়িত্ব যে তার কাঁধেও বর্তায়। মুশফিক হতাশ করেননি। দলনেতার প্রতিশ্রুতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করেই তবে মাঠ ছেড়েছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। দিনের শুরুতে ব্যক্তিগত ৩২ রান নিয়ে শুরু করেন মুশফিক। একপ্রান্তে মুমিনুল খুব সাবধানী হলেও অন্য প্রান্তে সাবলীল মুশফিক। কাভার ড্রাইভ, লেট কাট, স্কুপ, সুইপ শট-সবকিছুতেই প্রতিপক্ষ বোলারকে নাস্তানাবুদ করেছেন। গতকালের সাথে আরও ১৭১ রান যোগ করে, দুশো রানের গণ্ডিতে চড়েই তবে মাঠ ছেড়েছেন।

অর্ধশতক, শতক, দেড় শতক কিংবা দ্বি শতক, প্রতিটি ক্ষেত্রেই খেলোয়াড়েরা সিঙ্গেল নিয়ে স্বপ্ন ছুঁতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অতীতে মুশিকেও এমন করতে দেখা গেছে। কিন্তু আজকে যেন সম্পূর্ণ ব্যতিক্রম। প্রতিটি ধাপ স্পর্শ করেছেন বলকে বাউন্ডারি ছাড়া করে। বুঝাই যায় নিজেকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এতটা দুর্বার মুশি কি তবে স্পোর্টিং উইকেটের বলে? নাকি সহজ প্রতিপক্ষ বলে? সমালোচকদের মনে এমন প্রশ্ন জন্ম নেওয়াই স্বাভাবিক। কিন্তু জিম্বাবুয়ের সিরিজে মুশফিককে দলে বিবেচনা না করা নির্বাচকদের কঠিন জবাব মুশি ব্যাটেই দিয়েছেন। বাঘের গর্জনে উদযাপন করেছেন।

ধৈর্য হলো টেস্ট ক্রিকেটের প্রথম পরীক্ষা। ধৈর্যের অভাবে সাইফ-মিথুন যেভাবে বাজে ভাবে আউট হয়েছেন, তেমনি মুমিনুল-মুশফিক গড়েছেন ২২২ রানের লম্বা জুটি। দীর্ঘদিন পরে টেস্ট ক্রিকেটে নিজেদের কিছুটা হলেও খুঁজে পেয়েছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের টেস্ট জয় বললেই আসবে জিম্বাবুয়ের নাম। হারিয়ে যাওয়া বাংলাদেশের সবসময় পাশে থেকেছেন। নিজেদের ভুলে হেরে বাংলাদেশকে সমালোচনা থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছেন। এবার কি জিম্বাবুয়ের কল্যাণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মুমিনুল? প্রথম ইনিংসের বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এবং প্রকৃতির কোন অশুভ আচরণ না ঘটলে অনেক দিন পর টেস্ট জয়ের আনন্দ লভিতে যাবে বাংলাদেশ। হোক না সহজ প্রতিপক্ষ, টেস্টের শিশু বাংলাদেশকে এত দ্রুত বড় কিছু করে দেখানোর আশা চিন্তা করতেই যে মানা করেছেন দলের হেড কোচ।

146 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির