বাপ্পী রাম রায়
সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম দিন পালিত হয়েছে।
শনিবার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সুন্দরগঞ্জ সরকারি ডি.ডাব্লিউ ডিগ্রী কলেজ মাঠে কেক কেটে জন্মদিন পালনের সূচনা হয়। পরে উপজেলা আ”লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, শ্রমিক লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মুক্তা, সেচ্ছা সেবকলীগের ইউনিয়ন সভাপতি শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম তারেক, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম, প্রমুখ। আলোচনা পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।