বাপ্পী রাম রায়
সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা সুত্রে জানা যায়,শুক্রবার দিবাগত গভীর রাতে মাদকের কারবার করার সময় এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার বামনজল গ্রামের আবুল কাশেমের ছেলে রেজওয়ানুল কবির রিজু ও পূর্ব বাছহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে রতন মিয়া। গ্রেফতারের পর দেহ তল্লাশী করে রেজওয়ানুল কবিরের কাছ থেকে ৫২৫ পিস ইয়াবা ও রতন মিয়ার কাছ ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।