মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল
হাটহাজারী প্রতিনিধিঃ
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার ৫ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকায় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের তাঁহার নিজস্ব বাসভবনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খিসা রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন।
পরে জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন টুনু (৭০) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার সময় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
তিনি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের আলী হামজার বাড়ি মৃত আজিজুর রহমানের পুত্র।তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অনেক আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে যান।
ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান বলেন, ‘আজ আমরা একজন প্রকৃত দেশ প্রেমিককে হারিয়েছি। এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা,সব্যসাচী লেখক অধ্যাপক মির্জা মোঃ শহীদুল্লাহ, হাটহাজারী অনলাইন প্রেসক্লাব এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম,সহকারী কমাণ্ডার নুরু,ফয়েজ আহমদ, জাহাঙ্গীর,এবং ফরহাদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জনাব আলী আকবর চৌধুরী,ডুবাই বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি হাজী কামাল উদ্দিন,চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, চট্টগ্রাম জেলা সংসদ সন্তান কমাণ্ড, উপজেলা বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নবগঠিত ইউনিট আহবায়ক কমিটি ও সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ সহ অনেকেই।