জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা পালন নিয়ে তোড়জোড় চলছে। এবার উপজেলার ৩৯টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েক দিন ধরে চলছে প্রতিমা তৈরী ও মন্ডপ নির্মাণ সহ আনুসাঙ্গিক কাজ। ২৫ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে এবং অনেক মন্ডপে কাজ চলছে বলে স্থানীয় পূজা উদযান কমিটির নেতৃবৃন্দের মধ্যে অনেকে জানান। এদিকে-দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
জানাযায়, এবার জগন্নাথপুর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ জিউড় মন্দির, দাস সম্প্রদায় বাসুদেব বাড়ি, জগন্নাথপুর মহাজন বাড়ি, পূর্ব ভবানীপুর, আনন্দময়ী বাসুদেব বাড়ি, কালিটেকি, কলকলিয়া, ঘোরারগাঁও, রসুলগঞ্জ বাজার, সাতহাল, বাউরকাপন, বাউরকাপন বড়বাড়ি, লহরী, লহরী গীতা সংঘ, বাউরকাপন পারিবারিক, লহরী মাঝপাড়া, গোপরাপুর, গয়াসপুর, গয়াসপুর পারিবারিক, দাস নোয়াগাঁও, রাণীগঞ্জ বাজার, হিলালপুর, গোপালগঞ্জ বাজার, রৌয়াইল, হরিনাকান্দি, মেঘারকান্দি, মেঘারকান্দি বাজার, ব্রাম্মণগাঁও, অনুচন্দ, শহীদ নগর, জয়দা, পাইকপাড়া, শেওরা, ছোট শেওরা-বড় শেওরা, সাধু সাধক, আলীপুর, খানপুর, সাধু সাধক পারিবারিক ও পুরান আলাগদী সহ মোট ৩৯টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। #