শাহারিয়ার সানভি,সিটি প্রতিনিধি।
৩১নং আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলােচনা সভা ও কেক কাটা হয়।
লিটন কুমার শীলের সভাপতিত্বে এবং জয় দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রঞ্জন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানা, উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ভিপি আবু তাহের, সরফরাজ নেওয়াজ রবিন, রিমন চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য সােহেল আলম হিরু, সুমন দাশ, ভুট্ট, নিয়াজ মাের্শেদ, সুমন সেন। আরাে উপস্থিত ছিলেন বােখারী আজম, রবিউল হােসেন, মােহাম্মদ ফারুক, নিজাম উদ্দিন, মােঃ তানভির, রিদুয়ানুল ইসলাম, আবির মজুমদার, পিয়াল চৌঃ, জয় দাশ বাবু, জাহেদুল ইসলাম, মােঃ আফজাল, মােঃ রুবায়েত, প্রসেন জিৎ, তন্ময়, অপু, শাহারিয়ার সানভি, রানা, আবীর, মােসলেম, জাহেদ, অর্কিড , আনােয়ার প্রমুখ