✍️কলমে: নজরুল সিকদার
বাবা যখন গেলেন চলে,
চোখের জলেই ভিজল ঘর—
নিঃশব্দে নেমে এলো অন্ধকার,
থেমে গেলো দিনের কোলাহল।
মা তখন পাহাড়ের মতো দাঁড়িয়ে,
বুকে নিয়ে পাঁচ সন্তানের ব্যথা,
শুকনো চোখে হাসি এঁকে বলতেন—
“হাল ছাড়ো না, হাঁটবে পথটা।”
বড় ভাই হলো ভরসার ছায়া,
মেজ ভাই হাঁটল কলমের পথে,
সত্যের আলো ছড়ানোর প্রত্যয়—
অন্যায়ের বিরুদ্ধে সাহস দেখাতে।
এক এক করে আপুরা সবাই
নিজস্ব গল্পে খুলল নতুন দিগন্ত,
বাড়িটা ফাঁকা হলেও মায়ের দোয়া—
রাখত আশীর্বাদের আগুন জ্বালন্ত।
আর আমি—
থেমে যাওয়া পড়াশোনার ভিতরেও
স্বপ্নকে বুকে ধরে চলেছি পথ,
কলমের ডগায় সত্য লিখে
একদিন হবো আমি সাংবাদিক—
মানুষের কণ্ঠ, সত্যের রথ।
জীবন আমাদের শিখিয়েছে—
হারা মানেই শেষ নয়,
অন্ধকার যত গভীর হোক,
আলোর জন্ম ঠিকই হয়।