নুরুল ইসলাম সুমন, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গভীর রাতে উপজেলার
বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি চকরিয়া ও পার্শ্ববর্তী এলাকায় পথরোধ, ছিনতাই, দস্যুতা ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের একটি বিশেষ দল যৌথভাবে অভিযানে নেমে তাদের আটক করে।
চকরিয়া থানার ওসি জানিয়েছেন, “অবৈধ অস্ত্রধারী ও ডাকাতদলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এমন অভিযান প্রতিবছরই জোরদার করা হয়।”