নুরুল ইসলাম সুমন
৬ নভেম্বর ২০২৫ কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি বিশেষ টিম মহেশখালী থানার পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।