ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

কক্সবাজারকে নিরাপদ শহর গড়ে তুলা হবে- র‍্যাব সিও কামরুল হাসান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম
কক্সবাজার, ২২ অক্টোবর ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজার জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি। সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান কক্সবাজার জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিরোধী অভিযান, অপহরণ ও মানবপাচার রোধে চলমান কার্যক্রম এবং পর্যটন এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন,
“র‌্যাব-১৫ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কক্সবাজারকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করছি।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা র‌্যাবের ভূমিকার প্রশংসা করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের পেশাদারিত্ব জনগণের আস্থা অর্জন করেছে। তাঁরা সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালন রোধ, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে বসবাস প্রতিরোধ এবং অপহরণ দমনে র‌্যাবের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
তাঁরা একই সঙ্গে র‌্যাবকে স্বচ্ছ ও নিরপেক্ষ অবস্থানে থেকে অভিযান পরিচালনার পরামর্শ দেন এবং র‌্যাব ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১৫ রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। আমাদের কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম, তাই আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।”

17 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে বসত বাড়ী জোর দখলের অভিযোগে পরিদর্শনে মানবাধিকার চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান

ফেনীর ফাজিলপুরে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগ।

জনগণ জেগে উঠেছে, আসছে ন্যায়-ইনসাফের বাংলাদেশ”—চকরিয়ায় ড. হামিদ আজাদ

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত : বুলু

মিঠাপুকুরে বিএনপি কর্মী আশিকুর রহমান লিমনের জামায়তে যোগদান

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন

শিক্ষকদের ন্যায্য আন্দোলনের প্রতি দোয়ারাবাজারে শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, স্মারক লিপি প্রদান

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ঘেরাও

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র ত্রি-বার্ষিক সম্মেলন,নব নেতৃত্বে আবু সঈদ,আওলাদ,নজরুল

দোয়ারাবাজারে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসমাবেশ

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের উদ্যোগে দিনভর সেবামূলক কার্যক্রম