নুরুল ইসলাম
কক্সবাজার, ২২ অক্টোবর ২০২৫:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজার জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি। সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান কক্সবাজার জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিরোধী অভিযান, অপহরণ ও মানবপাচার রোধে চলমান কার্যক্রম এবং পর্যটন এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন,
“র্যাব-১৫ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কক্সবাজারকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করছি।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা র্যাবের ভূমিকার প্রশংসা করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের পেশাদারিত্ব জনগণের আস্থা অর্জন করেছে। তাঁরা সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালন রোধ, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে বসবাস প্রতিরোধ এবং অপহরণ দমনে র্যাবের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
তাঁরা একই সঙ্গে র্যাবকে স্বচ্ছ ও নিরপেক্ষ অবস্থানে থেকে অভিযান পরিচালনার পরামর্শ দেন এবং র্যাব ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব-১৫ রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। আমাদের কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম, তাই আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।”