ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা১লাখ২০হাজার পিস ইয়াবাসহ মোঃইসমাইল(৩২)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
শনিবার(২৭সেপ্টেম্বর)ভোররাতে বাহারছড় ইউপি নোয়াখালীপাড়া তাহেরের বসতঘরের পাশে মাটির নিচ থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
আটক হলেন,টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার
মৃত শেখ আহম্মদের ছেলে মোঃইসমাইল(৩২)।
পলাতক আসামিরা হলেন,বাহারছড়া ইউপি নেয়াখালীপাড়ার ইসলাম মিয়ার ছেলে মোঃ ইয়াসিন ও সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার শেখ আহম্মদের ছেলে মোঃতাহের।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,শনিবার(২৭সেপ্টেম্বর)ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে পাচার করে উপকূলবর্তী নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে।এমন তথ্যে তারই নেতৃত্বে টেকনাফ মডেল থানাসহ বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে দরগারছড়া এলাকায় অভিযান চালায়।এসময় মাদক পাচারকারী মোঃইসমাইল(৩২)কে আটক করতে সক্ষম হয়।পরে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের (নারকোটিক্স)সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের এর বসতঘরের পাশে মাটির নিচে গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। এরপর মাটি খুঁড়ে১লাখ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ এই মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর নিকট হস্তান্তরের জন্য মোঃইয়াসিন নামে এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল।আরও জানা যায়,মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আগত রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার হতে বাংলাদেশে এই ইয়াবার চালান প্রবেশ করায়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।