পাতি কাকয়ের মিছিল
ইয়াসমিন সুলতানা
মন খারাপের কবিতা হবো
হবো ছন্নছাড়া কাক
শহর জুড়ে মিছিল করবো
তুমি হারানো ভয়।
তার পরেতে আমি হবো
নিরুদ্দেশের কাক
বাঁধবো না আর ঘর
এ জগৎ সংসারে
হারিয়ে গেল খুঁজবে না
কেউ আমায়?
সমাজে আমি এতো উপকার করি
রাখে না কেউ মনে।
ক্ষুধা লাগলে মুরগির ডিম
চুরি করে দিলে দৌড়
তেড়ে আসে সবাই আমার দিকে
অভিমানের কাব্য আমি।
আমি নবান্নের কাক
কাকা বলে ডাকি যখন
দেই না কাকা সাড়া
তাই তো আমার মন টা আজ
ভিষণ খারাপ।