কক্সবাজারের চাঞ্চল্যকর টমটম চালক সোহেল হত্যা মামলার অন্যতম সহযোগী মোহাম্মদ ইব্রাহিম (২০) কে র্যাব-১৫ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ০২ আগস্ট ২০২৫ খ্রিঃ টমটম চালক সোহেল প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেননি। পরদিন (০৩ আগস্ট) সকালে রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের বাড়ির পাশের নালায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পরিবার। এ ঘটনায় নিহতের পরিবার রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ ভোরে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে মামলার মূল পরিকল্পনাকারী মনসুর আলম প্রকাশ ধলাইয়াকে গ্রেফতার করা হয়।
মনসুর আদালতে দেওয়া জবানবন্দীতে হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে মোহাম্মদ ইব্রাহিমের নাম উল্লেখ করেন। এর পর র্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ০৭ সেপ্টেম্বর রাত ৮টায় (২০.০০ ঘটিকা) পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকা থেকে মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করে।