কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ বাজারের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুর রউফের রানু ফার্মেসীতে গত বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ডাঃ রউফ জানান, বৃহস্পতিবার তারাগঞ্জ বাজারের সাপ্তাহিক হাটবার। প্রতিদিনের মতো তিনি রোগী দেখে রাত ৯ টার দিকে ফার্মেসীতে তালা দিয়ে বাসায় ফিরেন। সকালে এসে দেখেন ফার্মেসীর তালা ভাঙ্গা এবং ৩ হাজার প্যাকেট ঔষধ চুরি হয়ে গেছে। ঔষধের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা হবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, আমার ফার্মেসীর সামনেই বাজারের নিয়মিত পাহারাদারগন পাহারায় বসা ছিলেন। সামনের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। এ অবস্থায় কখন কীভাবে তালা ভেঙ্গে ঔষধ চুরি হলো বুঝতে পারছিনা। এই রহস্যজনক চুরির ঘটনা উদঘাটনে এখনো কার্যকর কোন পদক্ষেপ চোখে পড়ছেনা বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।