শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘ হলি ক্রিসেন্ট মডেল একাডেমি’ প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে।
৩০ আগস্ট শনিবার সকালে একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ছাত্রদের মাঝে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও বিভিন্ন পুরষ্কার বিতরণ করা হয়।
হলি ক্রিসেন্ট মডেল একাডেমির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা লোকমান হেকিম সরকারের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মাসউদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ইতালি প্রবাসী সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন হলি ক্রিসেন্ট মডেল একাডেমির প্রিন্সিপাল জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ক্রিসেন্ট মডেল একাডেমির ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল আজিজ, পরিচালক মাওলানা আমিনুল ইসলাম বেপারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী আশরাফুল আলম, গ্রীন মক্কা মদিনা ইয়ার ট্রাভেলস এর পরিচালক নাজমুন হক মোড়ল, বিশিষ্ট সমাজ হিতৈষী মো: কাওসার হোসেন, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি রিয়াদ হোসেন, সাবেক ছাত্র চাঁদপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক তারেক রহমান দুর্জয় প্রমূখ। আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠানের আভ্যন্তরিন পরীক্ষা ও উপজেলা পর্যায়ে বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাউৎকোনা কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মামুনুর রশীদ।