মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন ৫নং ওর্য়াডে হুগলী উচ্চ ব্রিজ থেকে নিশাতবাদী ব্রিজ পর্যন্ত এলাকার বিভিন্ন ফাঁকা জায়গায় বালুর মাঠ চোরের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন সময় মোটা মোটরসাইকেল ব্যবহার করে, ভ্যানে করে বিশেষ করে সড়কের নির্জন স্থানগুলোতে বিকাল ৫ টার পর থেকে তাদের কার্যকলাপ পরিচালনা করে।
তারা এখানে গাড়ি বা মোটরসাইকেল রেখে ফাঁকা জায়গায় দ্রুত অপারেশন চালায়, যা স্থানীয়দের দূর থেকে মোটর আরোহীগণ মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বেশ কয়েকদিন যাবৎ মোটরসাইকেল থামিয়ে হয়রানী করে দিনে দুপুরে মারধর করে নিয়ে যাচ্ছে এমনকি অটো ভ্যান, পথচারী থামিয়ে ছিনতাই ঘটনা ঘটতেছে।
এই সিন্ডিকেটের লক্ষ্য সাধারণত কৃত্রিমভাবে বাইক বা গাড়ির চুরি করে তা বাজারে বিক্রি করা বা অন্য কোনো অবৈধ কাজে ব্যবহার করা। জানা গেছে, তারা বিশেষভাবে রাতে বা বিকেলবেলায় সক্রিয় হয়, যখন স্থানীয় এলাকাবাসী কম উপস্থিত থাকে।
এমন অবস্থায়, জনগণের দাবি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে এই অঞ্চলে নজরদারি বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাত্রিকালীন পেট্রোলিং বাড়ানো এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
এছাড়া, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে চোরের সিন্ডিকেটের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কে অবগত করলে তিনি ঐ স্থানের নাম নোট করে চোরচক্রকে ধরার জন্য ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছে।