স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ফুটবল
খেলাকে নিয়ে জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়নের মধ্যকার অনাকাঙ্ক্ষিত মারামারি দ্বন্ধের নিষ্পত্তি হয়েছে।
উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সালিশ ব্যক্তিবর্গদের উপস্হিতিতে রেফারির শাস্তি ও পাগলা মাঠকে উপজেলা লেভেলের খেলার অযোগ্য ঘোষণা করে দ্বন্ধের নিষ্পত্তি ঘটে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার জয়কলস ও পশ্চিম পাগলার মধ্যকার দ্বন্দ্ব নিরসনে উপজেলার অপর ৬ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সালিশ ব্যক্তিবর্গের মধ্যস্হতায় জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের ঈদগাহ মাঠে সাবেক ইউপি সদস্য প্রবীণ মুরুব্বী আমান উল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-০৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান,দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া,শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন খান সাগর,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ,
সেক্রেটারী মোঃ দিলোয়ার হোসেন, বিএনপি নেতা লুৎফর রহমান,পশ্চিম পাগলা ইউনিয়ন প্রতিনিধি হিসেবে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার এবং জয়কলস ইউনিয়ন প্রতিনিধি হিসেবে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, প্রবীণ মুরুব্বী হাজী তহুর আলী,মোঃ জালাল উদ্দিন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইলিয়াস মিয়া, সদস্য সিরাজ মিয়া, মাসুক মিয়া,রাজা মিয়া, জিলানী মিয়া,আবুল খয়ের,সাহেব আলী,জহির উদ্দিন ও রুয়েল আহমদ সহ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত সালিশ ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, খেলোয়াড় ও সাধারণ জনগণ।
উল্লেখ্য যে, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর তৃতীয় ম্যাচে ১৮ আগস্ট-২০২৫ পাগলা হাই স্কুল মাঠে জয়কলস বনাম পশ্চিম পাগলা ইউনিয়নের মধ্যকার খেলায় অনাকাঙ্ক্ষিত মারামারির সূত্রপাত ঘটে। তারই পরিপ্রেক্ষিতে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়ন ব্যতীত ওপর ৬ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সালিশ ব্যক্তিবর্গদের মধ্যস্থতায় এই মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়।