শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
বৃহত্তম পেশাজীবি সংগঠন “গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ “এর ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম চলছে।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, আগামী ২৫ আগস্ট সোমবার পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ চলবে। মনোনয়ন পত্র দাখিলের তারিখ ২৬ আগস্ট মঙ্গলবার। মনোনয়ন পত্র বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ আগস্ট বৃহস্পতিবার। মনোনয়ন পত্র প্রত্যাহার ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে। আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলবে। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে এবং ভোট গণনা শেষে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
আজ ১৭ আগস্ট, রবিবার বিকালে সংগঠনের বাসনস্থ
কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ডেইলি নিউ নেশন পত্রিকার সাংবাদিক হাজী সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নাছির উদ্দীন নাছির, সংগঠনের অন্যতম সদস্য লোকমান হোসেন পনির, মো: পারভেজ মিয়া,মো: হাবিবুর রহমান শিপন প্রমূখ।