পলাশ নরসিংদী, প্রতিনিধিঃ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে নরসিংদীর পলাশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ই আগস্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুব র্যালি, আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “কর্মই জীবন: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃশাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মজীবনে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে।
পরে নির্বাচিত যুবকদের হাতে প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, পলশ,