সাত্তার সিকদার, লোহাগাড়া চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা ঢুকে যায় তেলবাহী ট্রাকের নিচে। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
১২ আগষ্ট (মঙ্গলবার) বেলা আনুমানিক আড়াইটার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে, লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকার গতিরোধকের সামনে এসে থেমেছিল কক্সবাজারগামী একটি তেলবাহী ট্রাক। এই ট্রাকের পেছনে অটোরিকশাটিও থামে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটি তেলবাহী ট্রাকের পেছনের অংশের নিচে ঢুকে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পরে স্থানীয়রা সিএনজি অটোরিকশা চালক ও এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। চালকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, দূর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক গাড়ি রেখে গা-ঢাকা দেয়। কাভার্ডভ্যানটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।