মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ননদ-ভাবি সম্পর্কের দুই নারী বিয়ের দাবিতে অনশনে বসেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রামের ময়নাল হকের মেয়ে রুনা লায়লা এবং একই উপজেলার চর শৌলমারী গ্রামের লস্করের মেয়ে দীর্ঘদিন ধরে সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন।
ঘনিষ্ঠতা থেকে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। পারিবারিকভাবে ননদ-ভাবি সম্পর্ক থাকা সত্ত্বেও তারা বিয়ের দাবি জানিয়ে আসছিলেন।
গত ৯ আগস্ট (শনিবার) রাতে বিয়ের দাবিতে তারা বি/ষপা/নের হুমকি দিয়ে অনশনে বসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।