আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৪৫ টাকা কেজি মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লা বিন রশিদ খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেন। এ সময় ডিলার অসিত দেবনাথ বাপ্পাসহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, তুরস্ক থেকে আমদানি করা এই পেঁয়াজ টিসিবির মাধ্যমে বাজারে ৪৫ টাকা কেজি মূল্যে জনপ্রতি এক কেজি করে বিক্রি করা হচ্ছে। আগামী তিন দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই পেঁয়াজ বিক্রি করা হবে। তবে আদমদীঘির বিভিন্ন হাটবাজারে নতুন পেঁয়াজে আমদানি শুরু হয়েছে। বর্তমানে নতুন পেঁয়াজ খুচরা ৯৫ টাকা থেকে ১০০ টাকা ও পাতা পেঁয়াজ ৬৫ টাকা থেকে ০ টাকা কেজি মূল্যে বিক্রি হচ্ছে। তবে পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ ২০ টাকা কেজি।