সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালামের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে বটতলী মোটর স্টেশনের চৌধুরী প্লাজা চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দিতে মিছিল সহকারে যাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে জানান চিকিৎসক।
মরহুম মাওলানা আবুল কালাম (৫৫) উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিখিল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পদুয়া আইনুল উলুম ফাজিল মাদরাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় সমাদৃত ছিলেন।
জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আগামী কাল সকাল ৯ ঘঠিকার সময় পদুয়া হাইস্কুল মাঠে নামাযে জানাযা অনুষ্ঠিত হবে জানান পরিবারের লোকজন।