নিজস্ব প্রতিবেদক :
আজ ৩১ জুলাই বৃহষ্পতিবার কক্সবাজারে ❝বালিয়াড়ি কিশোর থিয়েটার❞ এর সৃজনশীল সংক্ষিপ্ত নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন কক্সবাজার এর আঞ্চলিক পরিচালক লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষ ও আইটি) সাইদুজ্জামান চৌধুরী।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ কক্সবাজার এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,শহীদ আহসান হাবিব এর সম্মানিত মোহাম্মদ মাসউদ সিদ্দিক,বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষকসহ জুলাই অভ্যুত্থানে অংশ গ্রহণকারী ছাত্র প্রতিনিধিরা।
বালিয়াড়ি কিশোর থিয়েটার এর পরিচালক ইমাম হোসেন এর পরিচালনায় এবং সহকারী পরিচালক তাসরিফুল ইসলাম এর ব্যবস্থাপনা ও উপস্থাপনায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
তিন শতাধিক দর্শকের উপস্থিতিতে উক্ত আয়োজন এর মূল আকর্ষণ ছিল নাটিকা ❝তোমাদের প্রণেই জেগে উঠি❞।