module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 120.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল ও লিও ক্লাব অব চিটাগাং এর যৌথ উদ্যোগে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রামের আঞ্চলিক সদর দপ্তরে লায়ন জেলা ৩১৫,বি-৪ এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গত ২৫ জুলাই কর্মসূচির উদ্বোধন করেন জেলা ৩১৫,বি-৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক এস এম শাহনেওয়াজ আলী মির্জা ও রিজিয়ন চেয়ারম্যান, হেড কোয়ার্টার ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার লায়ন বদিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি লায়ন জুনায়িতুর রহমান রিফাত।
এসময় আরো উপস্থিত ছিলেন স্কাউটস কর্ণফুলী উপজেলার সম্পাদক শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন, গুলমান আরা, লিও জেলা সভাপতি লিও শওকত, সেন্ট্রাল লিও ক্লাবের সভাপতি লিও শারমিন শাকি।