বর্ষা এলেই বাংলাদেশে বাড়ে ডেঙ্গুর ভয়।ছোট্ট একটি মশার কামড়ে শুরু হতে পারে ভয়ংকর এক যুদ্ধ—হাসপাতাল, স্যালাইন, রক্ত, প্লেটলেট… কখনো কখনো প্রাণহানিও।কিন্তু একটু সচেতনতা আর সতর্কতা পারে এই মরণঘাতী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে।
ডেঙ্গু কীভাবে ছড়ায়?
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা ছড়ায় Aedes aegypti নামক মশার মাধ্যমে।
এই মশা দিনের বেলা, বিশেষ করে সকাল ও বিকেলে কামড়ায়।
ডেঙ্গুর উপসর্গ চিনে রাখুন:
হঠাৎ উচ্চ জ্বর (১০৩–১০৫°F)
তীব্র মাথাব্যথা
চোখের পেছনে ব্যথা
জয়েন্ট ও মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা
গায়ে লালচে র্যাশ
বমিভাব, ক্ষুধামন্দা
নাক, মুখ, প্রস্রাব বা মলদ্বার দিয়ে রক্তপাত (জটিল ক্ষেত্রে)
ডেঙ্গুর ভয়াবহ রূপ:
কখনো কখনো সাধারণ জ্বর থেকে রোগটি ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোম-এ পরিণত হয়।
আপনি যা করবেন:
উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই ডাক্তার এর পরামর্শ নিন
প্রচুর পানি, ওআরএস, ফলের রস, স্যুপ ইত্যাদি তরল খাবেন
প্রতিদিন রক্ত পরীক্ষা (CBC, Platelet count)
বিশ্রামে থাকবেন
প্রস্রাব কমে গেলে বা রক্তপাত দেখা দিলে তাৎক্ষণিক হাসপাতালে যান
যা করবেন না:
আইবুপ্রোফেন, এসপিরিন, ডিক্লোফেনাক খাওয়া যাবে না,নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খাবেন না,জ্বর কমে গেছে মানেই বিপদ কেটে গেছে এই ভুল করবেন না
সতর্ক থাকুন, সচেতন হোন। জীবন আপনার।
লেখক: নজির নোবেল
তরুণ লেখক ও মেডিকেল শিক্ষার্থী।