স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা ১৩ জুলাই রবিবার
বিকাল ৫ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ- সভাপতি মোশাররফ হোসেন মুছা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী।
সভায় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার এবং একই উদ্দেশ্যে আলাদা একটি সংগঠন গঠনের অভিযোগে চার সদস্যকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির
সহ-সাধারণ সম্পাদক শ্যামল দেব,
সহ-সাধারণ সম্পাদক মিহির তালুকদার,
নির্বাহী সদস্য ধনঞ্জয় দেবনাথ ও
সি.ই.ও পিকলু সরকার।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ ব্যক্তিদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির আর কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করে তথ্যটি নিশ্চিত করেছেন।