ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. বিশেষ সংবাদ
  4. সারা বাংলা

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ জুলাই ২০২৫, ২:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

 

এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে শীর্ষে

সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে রয়েছে সুরমা উচ্চ বিদ্যালয়ও কলেজ,

পাথারিয়া।

ফলাফল প্রকাশের পর শান্তিগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে শিক্ষার্থী ও অভিভাবক মহলে। শান্তিগঞ্জে ২০২৫ সালে

উপজেলার মোট ১৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৩৫৩ জন শিক্ষার্থী ও ৭ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এবারের ফলাফলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার ৭৭.৮০℅ এবং

জিপিএ ৫ অর্জন করেছে ৮ জন শিক্ষার্থী।

যাহা ২০২৪ সালের তুলনায় পাশের হার ১৭.৭৯% অগ্রগতি হয়েছে। বিগত ২০২৪ সালে পাশের হার ছিল ৬০.০১% এবং জিপিএ ৫ অর্জন করেছিল ৫ জন শিক্ষার্থী।

 

এদিকে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিপরীত। এবার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার ৬০.৬৯%, যাহা ২০২৪ সালে পাশের হার ছিল ৬৭.৫৩ %। ফলাফলে দেখা যায় ২০২৪ সালের তুলনায় এ বছর পাশের হার কমেছে ৬.৮৪%।

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ফলাফল অর্জন  করেছে বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যার পাশের হার ৮০% এবং এবং সর্বনিম্নে রয়েছে দামোধরতপী  মাহমুদপুর দাখিল মাদ্রাসা। পাশের হার ৪১.১৭%

 

উপজেলার শীর্ষস্থান অধিকার করেছে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়, সেখানে পাশের হার ৯১.৮৯% এবং তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তালিকায় পাসের হার ৮৯.০৬% নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়,যাদের পাশের হার ৮৮.২৪%।

 

তাছাড়া, পাসের হার ৮৬.১১% নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গাগলি নারাইনপুর উচ্চ বিদ্যালয় ও জিপিএ-৫ পেয়েছে একজন এবং পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ ৮০.৮৬% পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। তবে জিপিএ-৫ অর্জন করেছে দুইজন শিক্ষার্থী।

 

যে সকল উচ্চ বিদ্যালয় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেননি, তারা হলো-জয়সিদ্দি বসিয়াখাউরী বড়মোহা উচ্চ বিদ্যালয় ৭৯.৭৮% , জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়: ৭৭.৭৮%, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়: ৭৭.৪২% ও জিপিএ-৫ পেয়েছে ১জন, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়,আলমপুর ৭৬.৭৯%, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়, দরগাপাশা: ৭৬.৭১%, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় ৭৫.৬৮% ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ ৭৬.৩০%।

 

ফলাফলে পিছিয়ে রয়েছে বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় ৬৬.৬৭% এবং ঈশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ৬৪.৭১%।

 

সবচেয়ে খারাপ ফলাফল অর্জন করেছে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ,পাথারিয়া। যেখানে পাসের হার মাত্র ৫৯.০৬%। তবে জিপিএ-৫ অর্জন করেছে একজন শিক্ষার্থী। সুরমা উচ্চ বিদ্যালয় হতে ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১০১ জন এবং ফেল করেছে ৭০ জন শিক্ষার্থী।

 

ফলাফলে আশানুরূপ সন্তুষ্ট নন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে কয়েকটি প্রতিষ্ঠান ভালো ফলাফল করলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের অবস্থান আশানুরুপ নয়।

তবে সচেতন মহলের অভিমত, এ বছর শান্তিগঞ্জ উপজেলার ভাল ফলাফলে গুরুত্বপূর্ণ অবদান উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র।

স্থানীয় অভিভাবকরা মনে করছেন যেসব প্রতিষ্ঠানে ফলাফল ভালো হয়েছে সেখানে শিক্ষক উপস্থিতি, শ্রেণি কার্যক্রমে,অভিভাবক ও পরিচালনা কমিটির সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে, যেসব বিদ্যালয়ের  ফলাফল খারাপ হয়েছে সেগুলোর শিক্ষকের সংকট ও পাঠদানে শিক্ষকদের আন্তরিকতার ঘাটতিও রয়েছে বলে মনে করেন। যাহা সরকারি দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, আমরা ফলাফলের ভিত্তিতে খুব শিগগিরই দুর্বল প্রতিষ্ঠানগুলোর বিরোদ্ধে কঠোর পদক্ষেপ নেবো এবং প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করব।

 

94 Views

আরও পড়ুন

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ