oplus_0
দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই)দিনব্যাপী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সুন্দর্যের লীলাভূমি বাঁশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো.মজিবুর রহমান ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক তোফায়েলের নেতৃত্বে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩৮ টি প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এক সাথে আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে উৎসব মুখর পরিবেশে আনন্দ র্যালী, ফটোসেশান, শহীদদের করব জিয়ারত,আলোচনা সভা,সংক্ষিপ্ত আকারে প্রতিযোগিতা মূলক ইভেন্টে অংশ গ্রহন করেন।