ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত মোস্তাফিজুর রহমান বলেছেন, দলের দুঃসময়ে আমি নির্ভীকভাবে পাশে দাঁড়িয়েছি, নেতাকর্মীদের সাহস জুগিয়েছি এবং সংগঠনের পতাকা উঁচু রেখেছি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মাঠে থেকে আমি দলকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। শুধু নির্বাচনের সময় নয়, বরং দলের প্রতিটি সংকটে আমি সামনে থেকেছি। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে এবং জনগণ আমাকে গ্রহণ করবে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার পারকি লুসাই পার্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে আনোয়ারা-কর্ণফুলীতে প্রতি ঘরে ঘরে একজন করে চাকরির ব্যবস্থা করব। বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমার প্রধান লক্ষ্য।

নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মোস্তাফিজুর রহমান বলেন, উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারকি সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করাই আমার অগ্রাধিকার। পাশাপাশি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে চাই।

বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এই রূপান্তরের মাধ্যমেই দেশে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। এই রূপান্তরের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যেরও পরিবর্তন হবে।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা যে দমন-পীড়নের শিকার হয়েছেন, সেই সময় আমি শুধু দর্শক ছিলাম না, মাঠে ছিলাম। আনোয়ারা ও কর্ণফুলীর প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি।

তিনি আরও বলেন, তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নের জন্য পরীক্ষিত, ত্যাগী এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতাদের প্রয়োজন। আমি সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। আমি চাই, আমার দল আমার ওপর আস্থা রাখুক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলম খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো. সেলিম, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, যুবদল নেতা আলমগীর খান এবং শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাঈদুল ইসলাম প্রমুখ।

স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভা ও গণসংযোগ করছেন তিনি। তার দাবি, সাধারণ জনগণ এবং কর্মী-সমর্থকদের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

105 Views

আরও পড়ুন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে