ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ

ন্যায্যমূল্য পণ্য নয় ছয় করে সওজের জায়গায় বহুতল ভবন নির্মাণ আওয়ামী লীগ নেতা আবুল কাসেম।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি কমাতে সারা দেশে ন্যায্যমূল্যের দোকান চালু করে সরকার। যেকোনো স্থানে ‘ন্যায্যমূল্য’ শব্দের উল্লেখ ক্রেতাদের আকৃষ্ট করছে ভীষণ। এ অবস্থায় ‘ন্যায্যমূল্য’ শব্দের ব্যবহার করে ব্যাবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার ন্যায্যমূল্য পণ্যের ডিলার আওয়ামী লীগ নেতা আবুল কাসেমের বিরুদ্ধে। যেখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের জন্য চাল, গম, তেল, ডাল, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থায়ী রেশনের ব্যবস্থা করার
ফলেও গ্রাহকেরা তাঁদের চাহিদামতো পণ্য পান না।
কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ নেতা কাসেম ন্যায্য মূল্য ডিলার থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে আওয়ামী শাসন আমলে দলের প্রভাব কাটিয়ে কক্সবাজার টার্মিনাল এলাকায় ন্যায্যমূল্য পণ্যের দোকান নেয় আবুল কাসেম। সরকারি ভাবে ১০০০ পরিবারের জন্য পণ্য আসলেও ৩০/৪০০ পরিবারকে দিয়ে বাকী চাল,ডাল,তেল,আটা, ময়দা কাগজে কলমে এদিক সেদিক করে দাম ধরে স্বাভাবিক মূল্যে বিক্রি করে। ফলে সরকার সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে দিতে তা সবার হাতে পৌঁছায় না। এভাবে ডিলার আবুল কাসেম হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।
গোপন সূত্রে জানা যায় রামু মেরুল্লাই আওয়ামী লীগ আমলে ডিলারে অনিয়ম করে ৪ খানি জমি করেছে।
সরকার সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ন্যায্যমূল্য পণ্যের সুবিধা দিয়ে আসলেও অসাধু ব্যবসায়ী আবুল কাসেম তা বাজার মূল্যে বিক্রি আসছে। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, সে ৩/৪ শত পরিবারকে নাম মাত্র দেখানোর উদ্দেশ্যে ন্যায্য মূল্য পণ্য বিক্রি করলেও স্বাভাবিক মূল্যে পণ্য বিক্রি করে আসছে এবং কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সে কাগজে কলনমে এদিক সেদিক করে সাধারণ মানুষের অধিকারকে লুন্ঠন করেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, আমি প্রতি মাসে চাল ও অন্যান্য পণ্য তার কাছে থেকে ক্রয় করি। সে বাড়িতে পণ্য পাঠিয়ে দেই এবং তা স্বভাবিক মূল্যে দিয়ে বিক্রয় করে।
এভাবে সাধারণ মানুষের ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করে হাতিয়ে নিয়ে কোটি টাকার মালিক হয়ে আওয়ামী লীগ আমলে সওজের জায়গায় বহুতল ভবন তৈরি করে।
এব্যপারে প্রথমে জানতে চাইলে আবুল কাসেম আওয়ামী লীগের রাজনীতি ও প্রভাব কাটিয়ে ডিলার পাওয়ার কথা স্বীকার করেন এবং চাল বিক্রির কথা স্বীকার করেন। তিনি বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করতাম, ডিলার নিয়ে শেষের চাল গুলো আমরা বিক্রি করে দিতাম। কিন্তু সওজের জায়গায় বহুতল ভবনের বিষয়ে তিনি নিজের জায়গার ঘর করার কথা বলে অস্বীকার করেন।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ পালিয়ে গেলেও এখনো তাদের দোসররা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে স্থানীয় গরীব সাধারণ মানুষের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং সওজের জায়গা দখল করে ভবন তৈরি করেছে আওয়ামী লীগের এই নেতা। নিজের জায়গা থাকলেও সে ভবনটির অধিকাংশ সওজের জায়গায় করা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, কোন কোন ডিলার জড়িত এ বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

267 Views

আরও পড়ুন
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা">

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি...
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা

গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বিবিসিতে তারেকের সাক্ষাৎকারঃ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী খুনিচক্রের বিরুদ্ধে নীরব উচ্চারণে বজ্রনিনাদ

শান্তিগঞ্জে বাউল বশির উদ্দিন সরকার প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা আটক

মহেশখালীতে পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউল গ্রেফতার করেছে র‍্যাব-১৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মনোনীত হলেন সুবিপ্রবি উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত-৫ জন: এক শিশুর হাত দ্বিখন্ডিত

প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন

মাদারীপুরে বাক প্রতিবন্ধী পিতার বড় ছেলে সম্রাটের মৃত্যু

উখিয়ায় থানা পুলিশের অভিযান : অস্ত্র সহ আটক ৪