দোয়ারাবাজারে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু, আহত দুই কৃষক
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। শনিবার (৩১ মে) দুপুরে গ্রামের পশ্চিম মাঠে ঘাস খাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত গরুগুলোর মধ্যে ঢুলপশি গ্রামের আনফর আলীর দুটি এবং হরিদাস নামের আরেক কৃষকের একটি গরু রয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন কৃষক হরিদাস ও আব্দুল কুদ্দুস।
ক্ষতিগ্রস্ত কৃষক আনফর আলী বলেন, “সকালে গরু দুটি মাঠে ঘাস খাওয়াতে দিই। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গরু আনতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বজ্রপাত তীব্র হলে আবার ঘরে ফিরে আসি। পরে এক স্থানীয় ব্যক্তি ফোনে জানায়, গরু দুটি মারা গেছে। এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক বলেন, “এ বিষয়ে এখনও কোনো খবর পাইনি। তবে বর্ষাকাল বা বজ্রপাতের সময় গরু-ছাগল খোলা মাঠে না রাখার জন্য আমরা সব সময় পরামর্শ দিয়ে থাকি।”