প্রতিনিধি, ঝিনাইগাতি
শেরপুরের বন্যা আক্রান্ত মোট ১৬০টি পরিবারকে ঘর করে দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সোমবার (২৬ মে) শেরপুরের ঝিনাইগাতি উপজেলা পরিষদ হলরুমে ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নসীহাহ পেশ করার প্রোগ্রামও পরিচালনা করা হয়।অনুষ্ঠানে নসীহাহ পেশ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
২০২৪-এর ভয়াবহ বন্যা পরবর্তী সময়ে সংগঠনটি দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় এগিয়ে আসে।তারই ধারাবাহিকতায় শেরপুর জেলায় যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল এমন ১৯৯ পরিবারের মধ্যে নগদ ৪০ হাজার টাকা করে মোট ৭৯ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। সেসময় জেলার বন্যায় আক্রান্ত ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীও দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা বিভাগের প্রধান মাহবুবুর রহমান সাজিদ।
প্রসঙ্গত, ২০২৪ সালে সারা দেশের বন্যা দুর্গত বিভিন্ন জেলাতে মোট ১৫০০টি সেমিপাকা ঘর নির্মাণের উদ্যােগ হাতে নেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে ফেনীতে ২৯০টি, লক্ষীপুরে ২৬০টি, নোয়াখালীতে ২৪০টি, কুমিল্লাতে ২৫০টি, ময়মনসিংহে ১০৫টি, চাঁদপুরে ৫০ টি, কুড়িগ্রামে ৬৫ টি, লালমনিরহাটে ২০টি, নেত্রকোনায় ২৫ টি এবং চট্রগ্রামের মিরসরাই ও ফটিকছড়িতে ৩৫ টি ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া সারা দেশের হিসেব অনুযায়ী, যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৮ হাজার ৯৭০টি পরিবারকে নগদ ৩০ কোটি ১৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও ১০০টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১০০টি অটোমিশুক প্রদান করা হয়েছে।সেসময় সংগঠনটি তাৎক্ষণিকভাবে বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করতে শুরু করেছিলো। ত্রাণ সামগ্রী হিসেবে ছিলো শুকনা খাবার, পানি, চাল, ডালসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, পোশাক, গবাদি পশুর খাবার ভূসি, ওষুধের মতো প্রয়োজনীয় দ্রব্যাদি।