ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

তৃতীয়বারের মতো সেরা চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক সাফল্যের জন্য তৃতীয়বারের মতো ‘সেরা অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন।

২০ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শহরের ১৭টি থানা পর্যালোচনার ভিত্তিতে এই নির্বাচন করা হয়।

ওসি আফতাব উদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে চান্দগাঁও থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মাদক, জুয়া, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড রোধ এবং পলাতক ও চিহ্নিত অপরাধীদের গ্রেফতারেও রয়েছে তার সুনাম।

তাঁর প্রশাসনিক কার্যক্রমে রয়েছে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনবান্ধবতা ও মানবিকতা। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। অভিযোগ গ্রহণে আন্তরিকতা ও দ্রুত প্রতিকার নিশ্চিত করায় স্থানীয়দের মধ্যে তিনি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন।

চান্দগাঁও থানা এলাকার ভৌগোলিক কাঠামো জটিল ও সংবেদনশীল—যেখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প এলাকা, বস্তি ও বাণিজ্যিক জোন। এসব বিবেচনায় প্রতিদিনকার পুলিশি দায়িত্ব পালনে দক্ষতা ও নেতৃত্ব গুণে প্রশংসিত হচ্ছেন তিনি।

অপরাধ দমনের পাশাপাশি সমাজ সচেতনতা বৃদ্ধির কার্যক্রমেও তিনি সক্রিয়। স্কুল-কলেজে মাদকবিরোধী প্রচার, যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে নানা উদ্যোগ, এবং মহল্লাভিত্তিক বিট পুলিশিং কার্যক্রমে রয়েছে তার দৃশ্যমান অংশগ্রহণ।

চট্টগ্রাম মহানগর পুলিশে ধারাবাহিকভাবে ‘সেরা অফিসার’ নির্বাচিত হওয়া প্রসঙ্গে ওসি আফতাব উদ্দিন বলেন, ‘এই অর্জন একার নয়—আমার থানার প্রতিটি সদস্য নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, সিএমপি কমিশনারের নির্দেশনা মেনে এবং পেশাদার নেতৃত্ব অনুসরণ করেই তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, ‘যদি থানার প্রতিটি সদস্য আন্তরিকভাবে কাজ করেন, তাহলে যেকোনো থানা একটি মডেল হয়ে উঠতে পারে।’

চান্দগাঁও থানার ওসি হিসেবে তার ভূমিকা এখন অনেকের কাছেই অনুকরণীয়। আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, মানবিকতা ও নেতৃত্বের সমন্বয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয় পর্যায়ে পুলিশিং ব্যবস্থায় একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

18 Views

আরও পড়ুন

কোটি তরুণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকার তারুণ্যের সমাবেশ সফল করতে হবে-মিজান চৌধুরী

বিআইএম এ্যালুমনাই সোসাইটির ২০২৫-২৭ বর্ষের নির্বাচন সম্পন্ন

চকরিয়ায় সার্বক্ষণিক রোগীদের সেবা দিচ্ছেন সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল মান্নান

ছাত্রাবাসে ছাত্রদল নেতার নেতৃত্বে শিক্ষার্থী নির্যাতন: অজ্ঞান অবস্থায় উদ্ধার, চিকিৎসা

শান্তিগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীতকরণের দাবীতে রামুতে মানববন্ধন অনুষ্ঠিত। 

কবি এমদাদ হোসেন: শব্দের পরতে পরতে এক সত্তার উন্মোচন

ছাতকে পেশাগত সুরক্ষায় ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলমবিরতি

শান্তিগঞ্জে ইংল্যান্ড প্রবাসী আব্দুল মুক্তাদিরের অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

মণিপুরী কন্যা নুসরাত জাহান নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ

কাপাসিয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন