স্বাস্থ্য ডেস্কঃ কক্সবাজারের চকরিয়াসহ পাশ্ববর্তী ৫ উপজেলার বাসিন্দাদের সার্বক্ষণিক সেবা দিচ্ছেন, জেনারেল, এন্ডো- ল্যাপারোস্কোপিক কলোরেক্টাল ও ব্রেস্ট সার্জন ডাঃ মোঃ আব্দুল মান্নান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সার্জারি নিয়ে এম.এস পাস করেছেন। জেলার প্রথম পঙ্গু হাসপাতাল চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে তিনি রোগী দেখেন ও বিভিন্ন জটিল কঠিন রোগীদের অপারেশন করেন।