ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, আহত ১, ঘাতক আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ মে ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন

কক্সবাজারের চকরিয়ায় জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে জামায়াত নেতা মো. আরিফ হোসেন (৩৫) নিহত এবং তার চাচাত ভাই খাইরুদ্দিন (৪০) গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০মে ২০২৫ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাসিমারকাটা সিকাদার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ ঘাতক সুজনকে গ্রেপ্তার করেছে।

নিহত আরিফ ওই এলাকার আলতাফ হোসেন চৌধুরীর ছেলে ও অপর আহত খাইরুদ্দিন জামাল উদ্দিনের ছেলে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। তাছাড়া আরিফ কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, নিহত আরিফ ও তার চাচাতো ভাই খাইরুদ্দিনসহ স্থানীয় ছোয়ালিয়াপাড়া স্টেশন থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন (৩৬) ঘর থেকে ছুরি নিয়ে বের হয়ে আরিফ ও খাইরুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে আরিফ মারা যায়। পরে তাকে ও আহত খাইরুদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরিফকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত খাইরুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জানা যায়, জমিজমা নিয়ে তাদের পূর্বশত্রুতা ছিল। ঘাতক সুজন বিদেশ ফেরত এক যুবক। তার টমটম গ্যারেজ ও মুরগী ফার্মের ব্যবসা রয়েছে বলে স্থানীয় লোকজন জানায়।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নিহত আরিফের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক সুজনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

142 Views

আরও পড়ুন

কুস্তি খেলা আমাদের বাবা দাদার এবং সুনামগঞ্জের ঐতিহ্য

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত