নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার ১৭মে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক কল্যাণ সভায় থানায় গেল এপ্রিল মাসের পারফরম্যান্স বিবেচনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরীকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক), আহমেদ পেয়ার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কক্সবাজার, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার নয় থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জবৃন্দ।
কল্যাণ সভায় পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সাহসিকতা, সততা ,নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো: সাইফ উদ্দীন শাহীন।