নিজস্ব প্রতিবেদক:
সরকারি ব্রজমোহন কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি মাহফুজ নুসরাত মোনা ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র পাল , সাংগঠনিক সম্পাদক পদে উদয় শংকর দাস নির্বাচিত হয়েছেন ।
জানা গেছে, শুক্রবার (২ মে ) উত্তরণ’র নিজস্ব কার্যালয়ে উত্তরণের ২৯তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য দেবাশীষ কুন্ডু ও মোঃ জিয়াউর রহমান । সংগঠনের সভাপতি সুদিপ্ত দাস এর সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সুকদেব মন্ডল মিঠু।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সরকারি ব্রজমোহন কলেজ প্রশাসন, কালচারাল অফিসার, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।