ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীর ফেলে যাওয়া ইজিবাইক থেকে
৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার(০১লা মে)বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বৃহস্পতিবার(১মে)ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন ঐ এলাকায় একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল ইজিবাইকটিকে থামার সংকেত দেওয়া হয়।সংকেত অমান্য করে মাদক পাচারকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়।পরে ইজিবাইক তল্লাশি করে কালো পলিথিনে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।মাদক পাচারে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবা ও ইজিবাইক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।